কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), মেশিন লার্নিং (Machine Learning), Chat-GPT, Deep Learning এরকম আরও কিছু শব্দ আছে যেগুলোর একটাও শুনেননি এমন ব্যক্তি পাওয়া বর্তমান যুগে পাওয়া অসম্ভব। বর্তমান এই প্রযুক্তির বিশ্বে আমরা এগুলো নিয়েই বেঁচে আছি। আমরা কখন যে প্রযুক্তির এই বিরাট মায়াজালে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি সেটা আমরা নিজেরাও জানি না। এমনকি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে আসছি, সেটাও আমরা টের পাই না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই অন্তর্জালের পিছনে রয়েছে সম্পূর্ণ গাণিতিক যুক্তি। কিন্তু এগুলো কীভাবে কাজ করে। আমরা কীভাবে দিন দিন এত বেশি প্রযুক্তির হাতছানিতে হাবুডুবু খাচ্ছি। এর শুরুটা কোথায়। বর্তমানে কী কী হচ্ছে। এগুলো কিভাবে হচ্ছে। এগুলো নিয়েই আমার লিখা।
আমি বাংলা ভাষায় লিখতে পছন্দ করি। কিন্তু বাংলা ভাষায় লিখাটা আদতে মোটেও সহজ হবে না কারণ প্রযুক্তির এই ক্রমবর্ধমান বেড়াজালে যেই বিষয়গুলো আমি ক্রমান্বয়ে লিখে যাবো
তার অনেকগুলো শব্দের হয়তো বাংলা থেকে ইংরেজি নামেই ভালো শুনা যায়। তাহলে বাংলা আর ইংরেজির সংমিশ্রণে বাংলিশভাবে শুরু করা যাক আমাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা
Artificial Intelligence এই যাত্রাটা।
যাত্রাটা মোটেও সহজ হবে না কারণ এখানে আমরা খেলা করব বিভিন্ন ধরনের যুক্তি (logic), অ্যালগরিদম এর ব্যাখ্যা বিশ্লেষণ সহ কোড যা সবার একটা ভীতির বিষয়। আর শেষে বর্তমানে এগুলোর ব্যবহার ও বর্তমান অবস্থা।
প্রথমেই একটা প্রশ্ন যে কাদের জন্য এই লিখাগুলো? সত্যি কথা বলতে যারা যারা এই বিষয়ের উপর অনেক বেশি দক্ষ না হলেও কিছুটা জানি, বা আমাদের ভার্সিটি লাইফে কিছুটা হলেও আমাদের ফ্যাকাল্টির কথা শুনেছি তাদের প্রথম দিকে কিছু বিরক্তিসূচক মনে হলেও ক্রমান্বয়ে যখন ধীরে ধীরে কিছুটা জটিল বিষয়ে আমরা খেলা করব তখন সেটা আমাদের আনন্দের ছলেই অনেক কঠিন কঠিন বিষয় সহজের আমাদের আয়ত্তে চলে আসবে।
তাহলে শুরু করা যাক আমাদের Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুন্দর পরিভ্রমণ
Dept of Electrical and Computer Engineering
North South University
Dhaka, Bangladesh