তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার সেই গল্পে। যেই গল্প আপনাকে শিখাবে একে একে সকল বিষয়। এটা এটা কাল্পনিক গল্প। গল্পটা দুই বন্ধু সজীব আর রিফাত এর। যাদের মধ্যে Artificial Intelegence সম্পর্কে জানার অনেক আগ্রহ। বাস্তব জগতে আমি কাউকে শিখাতে না পারলেও কাল্পনিক জগতে সজীব কীভাবে রিফাত কে Artificial Intelegence এর সকল বিষয় বুজিয়ে দেয়, তাদের গল্পের মাধ্যমে সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা মাত্র। তাহলে আর দেরি না করে শুরু করা যাক গল্পের প্রথম অধ্যায় অর্থের রহস্য উদ্ঘাটন। এই গল্প থেকে আমরা একটা Overall summary পাবো। অর্থাৎ Artificial Intelegence, Machine Learning, Deep Learning, Natural Language Processing, Generaive Modeling এইসকল অর্থের মানে at least বুঝতে পারব। তাহলে শুরু করা যাক।
Dept of Electrical and Computer Engineering
North South University
Dhaka, Bangladesh