প্রথম পর্বঃ কৃত্রিম বুদ্ধিতে রিফাতের রহস্যময় যাত্রা

রিফাত একদিন তার বাসার পাশের দোকানে বসে চা খাচ্ছিল। কিছুক্ষণ পরে তার প্রাণ প্রিয় ছোট বেলার বন্ধু সজীব তার সাথে সঙ্গ দেয়। স্বভাবতই সজীব একটু বেশিই কথা বলে। কোশল বিনিময়াদি শেষে রিফাতের পাশে সজীব বেশ কিচ্ছুক্ষণ বসে থাকার পরে রিফাত খেয়াল করল কী অদ্ভুত ব্যাপার। আজকে সজীব কেন জানি একটু চুপচাপ। কথা বলার ধরণ আলাদা। কিন্তু এটাই তো সজীব। রিফাত ভাবল যে হয়তো কোনো বিষয়ে চিন্তিত, হয়তো মন খারাপ। আরও কিছু সময় স্বাভাবিক কথা বলার পর রিফাত তার জীবনের সবচেয়ে আশ্চর্যের জিনিষ দেখল। সজীবের মতোই হুবহু দেখতে হাস্যোজ্বল চেহারায় সজীব তার পাশে দাড়িয়ে।

রিফাতে চোখ তখন আকাশে।🫨 একই ব্যক্তি দুইজন। সজীব তখন রিফাতকে বলে এটা আসলে একটা রোবট। রিফাতের এই বিষয়টা বিশ্বাস না হওয়ায় তখন সজীব বলল যে আসলে এগুলোকে বলা হয় Humonaid Robot। বর্তমানে অনেক বড় বড় কোম্পানি এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। যেমন Boston Dynamics, Honda, SoftBank Robotics, Tesla, Agility Robotics, Ubtech Robotics, Hanson Roboticsh, PAL Robotics, Toyotat, Engineered Arts এরকম আরও অনেকগুলো।

রিফাতের মনে তখন অনেক প্রশ্ন। কিভাবে সম্ভব। দেখতে হুবু একই রকম। কথা বলার ধরন একই। হাঁটা চলে সবই এক। রিফাত তখন সজীবকে প্রশ্ন ছুড়েই দিল যে আদ্যতে কী এগুলো সম্ভব? সজীব তখন উত্তর দিলো হ্যাঁ এটা সম্ভব। প্রযুক্তির এই যুগে কম্পিউটার বিজ্ঞানের (Computer Science) এর সবচেয়ে জনপ্রিয় অংশ গুলো এই কৃত্রিম বুদ্ধমত্তা বা (Artificial Intelligence) রিফাত তখন আবারো বলল “যে আমার মাথায় কিছু ঢুকছে না।”
সজীব তখন বুঝিয়ে বলল যে, “দেখ রিফাত। Artificial Intelegence হলো Computer Science এর একটা শাখা যেখানে কী কাজ করা হয়? সেখানে শুধুই একটা মেশিন বা রোবটকে কীভাবে মানুষের মতো করা যায় সেটা নিয়েই কাজ করে। যেমন একজন মানুষ কীভাবে শিখছে, কীভাবে কথা বলছে, কীভাবে হাটে, কীভাবে মুখের ভাবভঙ্গি (Faciel Expression) পরিবর্তন করে কিভাবে মানুষের মতো সমস্যা সমাধান করে এগুলো কীভাবে একটা মেশিন বা রোবটের মধ্যে আনা যায় সেটা নিয়েই কাজ করে Artificial Intelligence"[১]

রিফাতের মাথায় তখন একটা জিনিস আসলে যে তার মানে Artificial Intelegence এর কাজ হলো মানুষকে অনুকরণ বা নকল করবে এরকম একটা মেশিন বা রোবট বানানোই হলো AI এর কাজ।[২]
এই সকল চিন্তা ভাবনা নিয়েই রিফাত আজকের মতো বিদায় নেয়। কিন্তু তার মনে মধ্যে অনেক অনেক প্রশ্ন। কীভাবে এগুলো হতে পারে। একটা যন্ত্র কীভাবে মানুষ এর মতো হবে, মানুষ এর মতো কথা বলবে, মানুষ এর মতো হাঁটবে, মানুষ এর মতো শিখবে, মানুষ এর মতো চিন্তা করবে। মানুষ এর মতো সমস্যার সমাধান করবে। এগুলো চিন্তা করেই আজকের সারাটা দিন কেটে গেল।

১) Artificial Intelligence is A branch of computer science focused on creating machines capable of performing tasks that typically require human intelligence, such as learning, reasoning, problem-solving, perception, and language understanding [1, 2, 3].

২) [2]Artificial Intelligence (AI): "The capability of a machine to imitate or mimic intelligent human behavior" [4]

Refernces


[1] “Artificial Intelligence,” Encyclopædia Britannica, https://www.britannica.com/technology/artificial-intelligence (accessed May 21, 2024).
[2] “What is Artificial Intelligence (AI)?,” IBM, https://www.ibm.com/topics/artificial-intelligence (accessed May 21, 2024).
[3] S. J. Russell and P. Norvig, Artificial Intelligence: A Modern Approach. Harlow: Pearson, 2022.
[4] “Artificial Intelligence Definition & meaning,” Merriam-Webster, https://www.merriam-webster.com/dictionary/artificial%20intelligence (accessed May 21, 2024).
Next
Your Picture

Shahan Ahmed

Dept of Electrical and Computer Engineering
North South University
Dhaka, Bangladesh